ফোন করে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের হুমকি, অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে
Man accused of threatening to rape 5-year-old girl over phone

Truth Of Bengal: হোয়াটসঅ্যাপ কলে অকথ্য ভাষায় গালিগালাজ করে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করার হুমকি দেয় এক ব্যাক্তি। অভিযোগ চলতি মাসের ১২ তারিখ রাত্রি সাড়ে দশটা নাগাদ পেশায় ব্যবসায়ী উজ্জল গাজীকে ফোন করে হুমকি দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
চলতি মাসের ১২ তারিখ রাত্রি সাড়ে দশটা নাগাদ পেশায় ব্যবসায়ী উজ্জল গাজীর কাছে হোয়াটসঅ্যাপে একটি ফোন আসে। ফোন করে প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। শুধু সেটাই নয় তার পাঁচ বছরের শিশু কন্যাকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করের হুমকিয় দেওয়া হয়।
উজ্জল গাজীর অভিযোগ আক্তারুল শেখ নামে এক ব্যাক্তি তাকে ফোন করে হুমকি দেয়। ইতিমধ্যে স্বরূপনগর থানায় আক্তারুল শেখের বিরিদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। এবং ওই শিশুর স্কুল এর পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর থেকে আক্তারুল শেখ পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে সরুপনগর থানার পুলিশ।