দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ
Man accused of murdering wife over marital dispute

Truth of Bengal: দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে ভারী কিছু জিনিষ দিয়ে মাথা থেঁতলে খুন করল স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার শ্যামপুর থানা এলাকার মামুদপুরে। জানা যায় স্ত্রীর নাম সোনামণি বেগম (৪৪)। তবে ঠিক কবে এবং কখন ঘুমন্ত স্ত্রীকে খুন করা হয়েছে তা নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীরা এবং পুলিশ।
বুধবার জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় মামুদপুরের বাসিন্দা হাবিল মল্লিকের ঘর থেকে একটা কটু গন্ধ বের হচ্ছে -বুঝতে পারে এলাকার লোকজন। এরপর হাবিল মল্লিকের ঘরে ঢুকে দেখে তার স্ত্রী সোনামণি বেগমের মাথা থেঁতলানো নিথর দেহ চাপা দেওয়া অবস্থায় পড়ে আছে।
এরপর খবর যায় শ্যামপুর থানায়,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রতিবেশীদের সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলত। তাদের তিন মেয়ে এবং দুই ছেলে। তিন মেয়ের অন্যত্র বিয়ে হয়ে গিয়েছে এবং দুই ছেলে কাজের সূত্রে অন্যত্র থাকে। অভিযুক্ত স্বামী হাবিল মল্লিক পলাতক, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।