রাজ্যের খবর

প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করলেন মমতা, হঠাৎ কেন

Mamata wished the prime minister's health and longevity

The Truth of Bengal: প্রধানমন্ত্রীর সুস্থতা কামনার পাশাপাশি দীর্ঘায়ু কামনা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার সভা থেকে এরপর মমতা প্রশ্ন তোলেন, ‘একজন প্রধানমন্ত্রীর মুখে কি এই ভাষা শোভা পায়?’ উল্লেখ্য, কয়েকদিন আগে ধূপগুড়ির সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘চার জুনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্ত আরও জোরদার হবে।‘ সবাইকে জেলে পোরার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। মোদির সেই হুঁশিয়ারি প্রসঙ্গে এদিন বাঁকুড়ার সভায় পাল্টা আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মোদিকে আক্রমণের আগে তাঁর দীর্ঘায়ু কামনা করেন। মমতা বলেন, ‘মোদিজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি, ‘আপনি ভাল থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। কিন্তু, একজন প্রধানমন্ত্রীর মুখে এই ভাষা কি শোভা পায়?’

এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি বিজেপিকে কড়া আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘চার জুন নির্বাচন হয়ে গেলে সবাইকে বেছে বেছে গ্রেফতার করবেন, সবাইকে জেলে ভরবেন। এখনই তো জেল হয়ে গিয়েছে। এখন তো দেশকে জেল বানিয়ে দিয়েছেন। গণতন্ত্রকে জেল বানিয়ে দিয়েছেন। সব জায়গায় আপনি তো প্রথমেই জেল বানিয়ে দিয়েছেন। আপনার এক পকেটে এনআইএ তো অন্য পকেটে সিবিআই। এক পকেটে ইডি তো অন্য পকেটে ইনকাম ট্যাক্স।‘

এরপর আরও চড়া সুরে আক্রমণ আক্রমণ করেন মমতা। বলেন, ‘আপনি কাকে ধমক দিচ্ছেন, আমরা ভয় পাই না’। একই সঙ্গে মমতার বক্তব্য, প্রধানমন্ত্রী এই সব বলছেন তাঁর দল বিজেপিকে উজ্জীবিত করতে। লোকসভা ভোটের পর রাজ্যে তৃণমূল সরকার থাকলেও এই সব হুমকি দেওয়া হয় না বলে জানান তিনি। নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মমতা আরও বলেন, ‘আপনি ব্লকে ব্লকে প্রচার করুন। আমার আপত্তি নেই। এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি জলপাইগুড়ির সভা থেকে ওখানকার মানুষদের জন্য কি কোনও সাহায্যের কথা ঘোষণা করলেন?’ বাঁকুড়ার সভা থেকে এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles