রাজ্যের খবর

বাগানে গিয়ে চা তুললেন মমতা,নিজের হাতে বানান চা,জলপাইগুড়িতে অন্যরূপে নিজেকে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

Mamata went to the garden and picked tea, made tea with her own hands

The Truth of Bengal: উত্তরবঙ্গ সফরে গেলেই তিনি চা-শ্রমিকদের সঙ্গে আলাপ করেন। জানার চেষ্টা করেন কিভাবে চায়ের ওপর বেঁচে থাকা মানুষগুলোর রোজগার হচ্ছে, রোজকার লড়াইয়ের কথাও জানার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী ।এবার ঝড়ে বিধ্বস্ত ময়নাগুড়ি সহ বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে গিয়ে একেবারে অন্যরূপে নিজেকে তুলে ধরলেন প্রশাসনিক প্রধান। শান্ত,নিরিবিলি সবুজের নিস্তরঙ্গ ভূমিতে দাঁড়িয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় অন্যরূপে নিজেকে মেলে ধরলেন।

এবার বাগান শ্রমিকদের সঙ্গে কথা বলতে বলতে নিজের হাতে তুললেন চা। বাগানের জমিতে দাঁড়িয়ে মহিলা মুখ্যমন্ত্রী  বাগান শ্রমিকদের সঙ্গে আলাপচারিতার অনন্য নজির গড়েন। চালসার চা বাগান থেকে বেরিয়েই  সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মেটেলি হিন্দি মডেল স্কুলের পড়ুয়াদের সাথেও কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি সোজা চলে যান চা দোকানে।তাঁর পরনে ছিল কালো পাড় সাদা শাড়ি। কাঁধে একটা সাদা শাল চাপানো।

গাড়ি থেকে নেমে  এক চায়ের দোকানে ঢুকেই  নিজের হাতে চা তৈরি করেন, তার পর চা খাওয়ান সকলকে। মুখ্যমন্ত্রী এভাবে তাদের পাশে  দাঁড়িয়ে কথা বলবেন তা ভাবতেই পারেনি চালসার মানুষ। সেই কারণেই  উচ্ছ্বসিত তাঁরা।রাস্তা সহ বকেয়া কাজ কেন হচ্ছে না বুধবার উত্তরবঙ্গের মানুষকে বুঝিয়ে বলেন তিনি।কেন্দ্রের টাকা না মেলার জন্য রাস্তার কাজ থমকে যে রয়েছে তা আরও একবার সেখানকার মানুষকে মনে করিয়েও দেন প্রশাসনিক প্রধান।

Related Articles