রাজ্যের খবর

রামনবমীতে অশান্তির আশঙ্কা নিয়ে সতর্ক করলেন মমতা, প্ররোচনায় পা না দিতে অনুরোধ

Mamata warned about the danger of unrest on Ram Navami

The Truth of Bengal: রামনবমী নিয়ে  আবারও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভায় তিনি জানান, রামনবমীর দিন হিংসার সম্ভাবনা আছে। যা নিয়ে তিনি সতর্ক করলেন। বলেন, ‘এখানকার বিজেপি প্রার্থী গুন্ডাদের মাফিয়া। আগের বারের শীতলকুচির মতো আবার গুলি চালিয়ে দেবে। ১৭ তারিখ ওদের হিংসা করার দিন। সকলকে বলছি, গালাগালি দিলেও মাথা ঠান্ডা রাখুন। প্ররোচনায় পা দেবেন না। ওরা হিংসা চায়। ভোট চায় না।’

গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ভোটের প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনে রাসমেলা ময়দানে সভা করছেন তিনি। এই সভায় একাধি ইস্যুতে বিজেপিকে তীব্র ভাষায় নিশানা করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘অনন্ত অধিকারী যার প্রেসিডেন্ট। হলদিবাড়ি আমাদের করা। কোচবিহার হেরিটেজ আমরা করেছি। আগামী দিনে কোচবিহারের নাম জ্বলজ্বল করে জ্বলবে। আর বিজেপি হিংসা করবে।‘

রামনবমীতে অশান্তি ছড়ানো হতে পারে বলে এর আগে গত ৪ এপ্রিল পুরুলিয়ার সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা-কর্মীদের পরামর্শ দিয়ে বলেছিলেন, ‘ওরা যা করে করবে। আপনারা কোনও প্ররোচনায় পা দেবেন না। নিজেদের মতো থাকবেন। আর পরের দিন আপনারা শান্তি মিছিল করবেন। বুঝিয়ে দেবেন, তৃণমূল বাংলায় শান্তি বজায় রাখে। উৎসবের নামে অশান্তি করে না।‘ ফের রামনবমীর দিন অশান্তি হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের সভা থেকে তাঁর আবেদন, প্ররোচনায় পা দেবেন না। ওরা হিংসা চায়। ভোট চায় না।’

Related Articles