নির্বাচনের তৃতীয় দফায় নজরে মালদা, জোড়া সভা সঙ্গে রোড শো মমতার, একইসাথে পাথরপ্রতিমায় অভিষেক
Mamata Banerjee's road show with Jora Sabha

The Truth Of Bengal : প্রতিদিন রাজনৈতিক ব্যক্তিত্বদের চলছে কঠোর পরিশ্রম। লোকসভা নির্বাচনের মাঝে প্রত্যেক দফার আগে নির্দিষ্ট জায়গা গুলিতে চলছে প্রচার পর্ব। একেবারে দম না ফেলে রাজ্যের শাসক দল জোর কদমে নেমে পড়েছে তাদের নির্বাচনী প্রচারে।
ঠিক যেমন আগামী ৭ই মে লোকসভা নির্বাচনের তৃতীয় দফা অনুষ্ঠিত হবে। সেই তৃতীয় দফায় ভোট রয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে। এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রচার সভা হতে চলেছে মালদা উত্তর এবং দক্ষিণে।
সেখানকার দলীয় প্রার্থীর সমর্থনে মালদা উত্তরের হরিশচন্দ্রপুরে এবং দ্বিতীয় সভাটি হবে পুরাতন মালদহে। পরে ইংলিশ বাজারে রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার দলীয় প্রাণীর সমর্থনে পাথরপ্রতিমায়ের জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।