রাজ্যের খবর

কেন মালদায় তৃণমূল আসন পায় না? ভোটভাগের বিরোধিতা করে প্রশ্ন মমতার

Mamata Banerjee Vote Campaigning in Farakka

The Truth of Bengal: আজ পর্যন্ত মালদা জেলার এই যে দু’টো লোকসভা আসন আছে, এই দু’টো   আসন তৃণমূল কংগ্রেস কোনওদিনই  জিততে পারেনি। সেই প্রসঙ্গ তুলে ধরে ফারাক্কার সভা থেকে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর প্রশ্ন এত উন্নয়ন করার পরেও কেন তৃণমূল কংগ্রেস ভোট পায় না ? আসলে মালদায় সিপিএম-কংগ্রেস ভোট ভাগ করায় তৃণমূল প্রত্যাশিত ফল করতে পারেনি।

তাই এবার যেখানে দেশ বাঁচানোর লড়াই সেখানে মালদার মানুষকে আর ভুল না করার আবেদন জানান। কংগ্রেস-সিপিএমকে বিজেপির বন্ধু বলে কটাক্ষ করে তিনি ভোট ভাগ না করার আহ্বানও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সালে তৈরি হয় মালদা দক্ষিণ । তারপর থেকে এখনও পর্যন্ত মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রটি কংগ্রেসের দখলেই রয়েছে। মালদা উত্তর লোকসভা কেন্দ্র ২০০৯ ও ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের দখল থাকলেও ২০১৯ সালে সেখানে জেতেন বিজেপির খগেন মুর্মু। দুটো আসনেই তৃণমূল প্রার্থীদের জেতানোর আবেদন করেন তৃণমূল সুপ্রিমো।

Related Articles