রাজ্যের খবর

৬২৮ বছরে মহেশের রথযাত্রা! উল্টো রথ দেখতে উপচে পড়ছে ভিড়

Mahesh's chariot journey in 628 years! The crowd is overflowing to see the reverse chariot

The Truth Of Bengal : হুগলি : তরুণ মুখোপাধ্যায় : আট দিন মাসির বাড়িতে কাটিয়ে আজ মহেশের ঐতিহাসিক জগন্নাথ বলরাম এবং সুভদ্রা ফিরছেন নিজ গৃহে। এই উপলক্ষে সোমবার সকাল থেকে মাসির বাড়ি জুড়ে ভক্তদের জমজমাট আনাগোনা। শেষবারের মতন মাসির বাড়িতে বাবা জগন্নাথের কাছে মাথা ঠুকে আশীর্বাদ প্রার্থনা করছেন ভক্তরা।

আজ বিকেল চারটের সময় উল্টো রথ অনুষ্ঠিত হবে এ ব্যাপারে বলতে গিয়ে মহেশ জগন্নাথ দেবের সেবাইত তমাল কৃষ্ণ অধিকারী জানান, “আজ বিকেল চারটের সময় প্রভু রথে উপবিষ্ট হবেন। তার আগে সকাল থেকে চলছে বিশেষ পূজা, ভোগ এবং দর্শন। ৬২৮ বছরের এই প্রাচীন মাহেশের রথকে একবার দেখতে সকাল থেকেই কয়েক হাজার পূর্ণার্থী হাজির হয়েছেন মহেশ ধামে।

প্রসঙ্গত, বাংলার অন্যতম ঐতিহ্যশালী রথযাত্রা হুগলির মাহেশের রথ। রথ উৎসব উপলক্ষ্যে ভিড়ে ঠাসা মাহেশ। প্রাচীন এই রথযাত্রা উৎসবে প্রতিবছর ভিড় করেন ভক্তরা। এবার ৬২৮ বছরে পড়ল এই রথযাত্রা। আগে এখানে ছিল কাঠের রথ। ১৩৬ বছর আগে লোহার রথ তৈরি হয়। তারপর থেকে সেই চলই চলে আসছে। ১২৫ টন ওজনের এই লোহার রথের উচ্চতা ৫০ ফুট। পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়। কিন্তু মাহেশে ৬২৮ বছর ধরে একই বিগ্রহের পুজো হচ্ছে।

Related Articles