রাজ্যের খবর

এই সমস্ত কারণে বাতিল হয়ে যেতে পারে মাধ্যমিক পরীক্ষা, জানাল পর্ষদ

Madhyamik exams may be cancelled for all these reasons, says the board

Truth Of Bengal: আর মাত্র তিন দিন! আগামী ১০ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু পরীক্ষার আগে উদ্বেগের শেষ নেই। অ্যাডমিট কার্ড বিতরণে সমস্যা, পরীক্ষক শিক্ষকদের বয়কটের হুঁশিয়ারি, আর প্রশ্নফাঁস ও টোকাটুকি রুখতে কঠোর ব্যবস্থা—সব মিলিয়ে চাপানউতোর চলছেই।

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ৯ ফেব্রুয়ারির মধ্যে সব ‘বঞ্চিত’ ছাত্রছাত্রীদের কাছে অ্যাডমিট কার্ড পৌঁছে দিতে হবে। তবে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকার এবার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে চলেছে মোট ৯,৮৪,৭৫৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪,২৮,৮০৩ জন ছাত্র এবং ৫,৫৫,৯৫০ জন ছাত্রী। রাজ্যজুড়ে ২৬৮৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পর্ষদ জানিয়েছে, পরীক্ষার হলে স্মার্ট গ্যাজেট নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে পরীক্ষা বাতিল হবে। টয়লেটে লুকিয়ে স্মার্টফোন ব্যবহারের অভিযোগ আসায় সেখানেও বিশেষ নজরদারি থাকবে। অভিভাবকদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।পর্ষদের বিশেষ টিম বিভিন্ন স্কুলে নজরদারি চালাবে। পর্ষদ সভাপতি বলেন, “কোনও পরীক্ষার্থীর কাছে পরীক্ষা চলাকালীন গ্যাজেট পাওয়া গেলে, সঙ্গে সঙ্গে তাঁর পরীক্ষা বাতিল হবে।” অতীতের টুকলি চক্র ভেঙে ফেলার প্রসঙ্গও তিনি উল্লেখ করেন।

শতাধিক পরীক্ষার্থীর এখনো অ্যাডমিট কার্ড না পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পর্ষদ সভাপতি। তিনি জানান, ১৮১ জন পরীক্ষার্থীর নতুন করে এনরোলমেন্ট করতে হয়েছে, যা চূড়ান্ত চাপের বিষয়। তাঁর দাবি, কিছু স্কুল ঠিকমতো দায়িত্ব পালন না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ১৩৬টি স্কুলের গাফিলতির ফলেই পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছে বলে তিনি অভিযোগ করেন। সব মিলিয়ে, মাধ্যমিক পরীক্ষা ঘিরে চাপা উত্তেজনা রয়েছে। প্রশাসন কড়া নজরদারির প্রস্তুতি নিচ্ছে, তবে পরীক্ষার দিনগুলোতে পরিস্থিতি কেমন থাকে, সেটাই দেখার বিষয়।

Related Articles