রাজ্যের খবর

সোমবার শুরু মাধ্যমিক পরীক্ষা, চলছে শেষ প্রস্তুতি

Madhyamik exams begin on Monday, final preparations underway

Truth Of Bengal: সোমবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। গতবারের থেকে এবার ৬২ হাজার বেশি পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষার্থীর কোনওভাবেই পরীক্ষার হলে গেজেট নিয়ে আসতে পারবেন না। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেন।

দু’দিন পরেই জীবনের প্রথম পরীক্ষা দেবেন রাজ্যের পরীক্ষার্থীরা।সোমবার কড়া নিরাপত্তায় শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা দিচ্ছে মোট ৯৮৪৭৫৩ জন পড়ুয়া। গত বছরের থেকে ৬২ হাজার বেশি পরীক্ষার্থী বেশি। এর মধ্যে ৪২৮৮০৩ জন ছাত্র এবং ৫৫৫৯৫০ ছাত্রী। রাজ্য জুড়ে পরীক্ষা হবে মোট ২৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে। গত বছরের মতো এ বছরেও কড়া নজরদারিতে পরীক্ষা হবে। মোবাইল বা ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ।পরীক্ষার সামগ্রিক ব্যবস্থাপনার কথা তুলে ধরেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

প্রশ্নফাঁস ও টোকাটুকি রুখতে বেশ কিছু জেলায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। কোনও স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে বসলে পরীক্ষা বাতিল হবে। টয়লেটেও রাখা হবে বিশেষ নজর। টয়লেটে স্মার্ট গ্যাজেট লুকিয়ে রাখে অনেকে। তাই সেখানে আলাদা করে নজরদারি চলবে। প্রশ্নফাঁস ও টুকলি রুখতে পর্ষদের টিম ঘুরবে স্কুলে স্কুলে। পর্ষদ সভাপতি বলেন, ‘‘এত নিরাপত্তার পরে যদি কোনও ছাত্র ধরা পড়ে, তা হলে তার এক বছরই পরীক্ষা বাতিল করা হবে।’’

গত বছর প্রায় ৪০ থেকে ৪২ জন পড়ুয়া ওই জেলার বিভিন্ন স্কুল থেকে নকল করতে গিয়ে বা মোবাইল ফোন নিয়ে প্রবেশের কারণে ধরা পড়ে। পরীক্ষাও বাতিল হয়ে যায়। সে কারণেই চলতি বছর ওই জেলার পরীক্ষাকেন্দ্রগুলিতে দু’জন করে অ্যাডিশন্যাল সুপারভাইজার রাখা হবে।

Related Articles