কলকাতারাজ্যের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের খতিয়ান নিয়ে ‘লিপিবদ্ধ’ পৌঁছল বিধায়কদের কাছে
'Lipibid' reaches MLAs with Mamata Banerjee's work record

Truth Of Bengal: কেন্দ্রীয় রেলমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কাজ করেছেন তার খতিয়ান নিয়ে ‘লিপিবদ্ধ’। পরিষদীয় বৈঠকে তৃণমূলের সমস্ত বিধায়কদের কাছে পৌঁছে গেল ‘লিপিবদ্ধ’। কাজের পরিসংখ্যান নিয়ে যাতে মানুষের কাছে জনসংযোগ করা যায় এবং আমজনতা কে জানানো যায় তার জন্যেই এই বই পৌঁছে গেল সমস্ত বিধায়কদের কাছে।

বিধানসভায় অনুষ্ঠিত পরিষদীয় বৈঠকে প্রত্যেক তৃণমূল কংগ্রেসের বিধায়কের হাতে তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের লেখা ‘লিপিবদ্ধ’। মানুষের কাছে যাওয়ার আগে কাজের খতিয়ান জানতে হবে বিধায়কদের। আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে কাজের খতিয়ান কে নিয়ে নিজের লেখা বই সবার হাতে তুলে দেওয়া হয়েছে।