রাজ্যের খবর

‘রাজ্যে যাতে একটাও রোহিঙ্গা ঢুকতে না পারে সেদিকে নজর দেওয়া হোক’, মমতাকে তোপ সৌমিত্র খাঁর

'Let's see to it that not even a single Rohingya can enter the state', says Soumitra Khan to Mamata

The Truth Of Bengal : মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করেছিলেন। বলেছিলেন রাষ্ট্রসঙ্ঘের নিয়ম রয়েছে পাশে দাঁড়ানোর। বাংলায় আশ্রয় দেওয়ার বিষয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ে বিজেপি। বিজেপির একাধিক শীর্ষ নেতা বাংলার মুখ্যমন্ত্রীকে ওই মন্তব্য নিয়ে কটাক্ষ শুরু করেন। বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এই নিয়ে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সৌমিত্র খাঁ বলেন রোহিঙ্গাদের আশ্রয় দিতে চাইছেন। এটা তারা মেনে নেবেন না। একইসঙ্গে সীমান্তে নিরাপত্তা আরও কড়া করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেওয়ার কথাও ঘোষণা করেন বিজেপির এই সাংসদ। সৌমিত্র খাঁ সংবাদমাধ্যমে বলেন, “আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, অবিলম্বে সীমান্তে বিএসএফকে সতর্ক করা হোক। কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করা হোক। যাতে একটাও রোহিঙ্গাও ঢুকতে না পারে।”

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগেই একাধিক নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে অবস্থানের কথা স্পষ্ট করেছিলেন। তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বলেন, রাষ্ট্রসঙ্ঘের যে কথা বলা আছে সেই প্রসঙ্গ উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। বাংলা চিরকাল মানুষের পাশে থাকে। আর সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের। কেন্দ্রীয় সরকার বর্ডার নজরদারি করে। কেন্দ্রীয় সরকারি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। মুখ্যমন্ত্রী তার মানবিক দিকের কথা বলেন। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছেন। মানবিক মুখ্যমন্ত্রীর কথাকে বিকৃত করে রাজনৈতিক ময়দান গরম করতে চাইছে। যত বিজেপি এই নোংরা রাজনীতি করবে ততই মানুষের সমর্থন হারাবে। মুখ্যমন্ত্রীর একুশে জুলাই এর মঞ্চ থেকে বাংলাদেশ সম্পর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক চর্চা অব্যাহত।

Related Articles