রাজ্যের খবর

চলন্ত বাইকের উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, তারপর যা হল…

Leopard jumps on moving bike, what happened next...

The Truth Of Bengal : জলপাইগুড়ি : ডুয়ার্সের মাল ব্লকের ওদলাবাড়ীর দেবী বস্তীর বাসিন্দা মহ: ময়মুদ্দীন লটারি বিক্রি করেন।আর প্রতিদিনের মতো শুক্রবারও লটারীর টিকিট বিক্রি করতে পাথরঝোরা চা বাগানে যাচ্ছিলেন তিনি। কিন্তু পাথরঝোড়া চা বাগানের প্রবেশের গেট পেরিয়ে একটু এগিয়ে যেতেই দেখেন একটি চিতাবাঘ যেন শিকারের অপেক্ষায় রয়েছে। দেরি না করে বুদ্ধি করে মোটরসাইকেল হেলিয়ে দেন ময়মুদ্দীন। এদিকে চিতাবাঘ শিকার ধরতে লাফ দিলো। পড়ল বাইকের হ্যান্ডেলে। এরপর চিতাবাঘটি পালিয়ে যায় আর ময়মুদ্দীন বাইক থেকে ছিটকে মাটিতে পড়ে। দুইটি হাটুতে আঘাতের পাশাপাশি কোমরে,বাম ও ডান হাতের কনুইতেও চোট পান তিনি। এমনকি চিতাবাঘ নখ বসিয়ে দেয় হাতে। এরপর নিজের মোবাইল থেকে ওই ব্যাক্তি ফোন করেন বাড়ীতে। বাড়ীর লোক গাড়ী নিয়ে গিয়ে ময়মুদ্দীনকে নিয়ে মাল সুপার স্পেসালিটি হাসপাতালে যায়।
সেখানেই চিকিৎসা হয় তার। বন দপ্তরের কর্মীরাও হাসপাতালে যান। বনদপ্তরের পক্ষ চিকিৎসার খরচ বহন করবে বলে জানা গেছে।

উল্লেখ্য এই চাবাগানে বিগত কয়েকদিন ধরে বেশ কিছু চিতাবাঘের হামলার ঘটনা ঘটছে।

Related Articles