চা বাগানে চিতাবাঘের হামলা, জখম মহিলা শ্রমিক
Leopard attacks tea garden, woman worker injured

Truth Of Bengal: বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের গয়াগঙ্গা চা বাগানে চিতাবাঘের হামলা। আর তাতেই জখম হলেন মহিলা চা শ্রমিক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জখম মহিলা চা শ্রমিকের নাম নিতু মিঞ্জ। জানা গিয়েছে এদিন চা শ্রমিকরা গয়া গঙ্গা চা বাগানের ৫ নম্বর সেকশনে চা পাতা তুলেছিলেন।
ঠিক সেই সময় আচমকাই চিতাবাঘ ওই মহিলা চা শ্রমিকের উপর হামলা করে। এবং তাতে তিনি গুরুতর জখম হন। চিৎকার করতেই চিতাবাঘ জঙ্গলে পালিয়ে যায়। অপরদিকে অন্যান্য চা শ্রমিকরা জখম চা শ্রমিককে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই ঘটনার পরেই চা শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। এরপর বনকর্মীরা গোটা এলাকা টহলদারি চালায় তবে চিতা বাঘের দেখা মেলেনি। চা শ্রমিকরা জানিয়েছেন ওই এলাকায় আগেও চিতা বাঘ দেখা গিয়েছে। অবিলম্বে ওই এলাকায় চিতা বাঘ ধরার জন্য খাঁচা পাতার ব্যবস্থা করুক বনদপ্তর।