রাজ্যের খবর

ডুয়ার্সে ফের হানা চিতাবাঘের, গুরুতর জখম ২

Leopard attacks again in Dooars, 2 seriously injured

Truth Of Bengal: জলপাইগুড়ি জেলার ডুয়ার্স এলাকার মানুষের মধ্যে ফের একবার আতঙ্ক ছড়াল চিতাবাঘের হামলায়। দীর্ঘদিন ধরেই ধলাবাড়ি সংলগ্ন লালবাড়ি এলাকায় চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন স্থানীয়রা। তারা জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরে চিতাবাঘটি বিভিন্ন বাড়িতে ঢুকে হাঁস, মুরগি, ছাগল এমনকি ছোট গরু পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছে। অথচ বনদফতরকে বারংবার জানিয়েও কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

সোমবার রাতেও একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে চিতাবাঘটি। মঙ্গলবার সকালে সেই একই এলাকায় বাড়ির পাশে পাটক্ষেতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা জ্যোতিষ রায়। আচমকাই ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। কোনওরকমে প্রাণে বাঁচলেও গুরুতর জখম হন তিনি। পরে এলাকায় ছড়িয়ে পড়ে চিতাবাঘের আক্রমণের খবর। সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা এবং ক্রান্তি ফাঁড়ির পুলিশ।

তবে এখানেই থেমে থাকেনি আতঙ্ক। এরপর রাবিব হোসেন চৌধুরী নামে আরেকজনের ওপর হামলা চালায় ওই চিতাবাঘ। তিনিও আহত হন বলে জানা গিয়েছে। বনদফতরের অনুমান, চিতাবাঘটি এখনো ওই পাটক্ষেতের মধ্যেই লুকিয়ে আছে। তাকে ধরতে ইতিমধ্যেই সেখানে জাল পাতানো হয়েছে এবং হ্যান্ড মাইকে সাধারণ মানুষকে দূরে সরে যেতে বলা হচ্ছে।

তবে এই পরিস্থিতিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বনদফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও বন দফতর আগে থেকে কোনো ব্যবস্থা নেয়নি। এখনও পর্যন্ত চিতাবাঘটিকে ধরার জন্য দৃশ্যমান কোনো শক্তিশালী ব্যবস্থা দেখা যাচ্ছে না বলেই দাবি তাঁদের। তারা চান, অবিলম্বে চিতাবাঘটিকে আটক করে নিরাপদভাবে জঙ্গলে পাঠানো হোক এবং ভবিষ্যতের জন্য এলাকায় নজরদারি বাড়ানো হোক।

Related Articles