রাজ্যের খবর

‘বাউড়ি সমাজের জন্য কোন উন্নয়নমূলক কাজ করেনি বামফ্রন্ট’: মলয় ঘটক

'Left Front has done no development work for Bauri community': Moloy Ghatak

Truth of Bengal: রবিবার সকালে আসানসোল উত্তর থানার কল্যানপুরে কমিউনিটি হলে আসানসোল বাউড়ি ও তফশিলি সমাজের সমন্বয় ও উন্নয়ন সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ী, আসানসোল পৌরনিগমের কাউন্সিলর অনিমেষ দাস সহ বিশিষ্ট অতিথিরা।

সেই অনুষ্ঠান থেকে  মলয় ঘটক জানান,’ দীর্ঘ ৩৪ বছরের বাম রাজত্বে বাউড়ি  সমাজের উন্নয়নের জন্য কোন কাজ করে নি । বর্তমানে বাউড়ি  সমাজের জনগণ পিছিয়ে পড়ার মূলেই বামফ্রন্টের নীতি । মমতা  বন্দ্যোপাধ্যায়ের  সরকার গঠন হবার পর থেকে তিনি বাউড়ি সমাজের উন্নয়নের জন্য প্রচুর কাজ করেছেন।‘

সেইসঙ্গে কয়লা খনি বিক্রি নিয়ে সরব হন রাজ্যের আইনমন্ত্রী। তিনি  জানান,’ বর্তমানে কেন্দ্রীয় সরকার কয়লা খনি সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছে । তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নচেৎ কেন্দ্রীয় সরকার সব বিক্রি করে দেবে।‘ একথায় বলা যায়, আসানসোল বাউড়ি ও তফশিলি সমাজের সমন্বয় ও উন্নয়ন সমিতির বৈঠক থেকে একাধিক বিষয় নিয়ে সরব হয়েছেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।

Related Articles