রাজ্যের খবর

ভোলা শেখ খুনের ঘটনায় গ্রেফতার ভাগ্নি জামাই

Leather Complex Murder Case

The Truth of Bengal: লেদার কমপ্লেক্স থানার ভোলা শেখ খুনের ঘটনায় গ্রেফতার ভাগ্নি জামাই জাকির শেখকে আজ বারুইপুর আদালতে তোলা হল। লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত তারদহ এলাকায় ভোলা শেখ খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার তাঁর ভাগ্নি জামাই জাকির শেখ। বারুইপুরে ধোপাগাছি এলাকা তার ছোটভাইয়ের বাড়ি থেকে আজ সকাল সাড়ে নটা নাগাদ পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

গতকাল তারদহ বাজারের সামনে ভোর ৫ টা নাগাদ জাকির শেখ পারিবারিক বিবাদের জেরে ৬৭ বছরের বৃদ্ধ ভোলা শেখকে ছুরি দিয়ে আঘাত করে এবং পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত জাকির শেখকে আজ বারুইপুর এসিজেএম আদালতে তোলা হলো। তার বিরুদ্ধে ৩০২ আইপিসি ধারায় মামলা দায়ের করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত, সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানেই গিয়েছিলেন ভোলা। সেই সময় তার ওপর হামলা চালায় দুষ্কৃতিরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই ঘটনাটি ঘটে। এলোপাথাড়ি কোপেই প্রাণ হারান ভোলা শেখ। জানা যাচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ভোলা শেখকে। মাথায়, ঘাড়ে, গলায় আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Free Access

Related Articles