Kolkata Weather Winter: থাকবে কুয়াশার দাপট, তবে অধরা শীত
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে উত্তর-পশ্চিম ভারত এবং পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীর অঞ্চলে দুটি পৃথক পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে।
Truth of Bengal: শীতের মরশুম এলেও আপাতত সেই কাঙ্ক্ষিত কনকনে ঠান্ডার দেখা পাচ্ছেন না রাজ্যবাসী। বিশেষ করে শীতপ্রেমী বাঙালিদের জন্য আবহাওয়ার খবর খুব একটা স্বস্তির নয়। গত কয়েক দিনে তাপমাত্রা সামান্য নামলেও জাঁকিয়ে শীত পড়তে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে উত্তর-পশ্চিম ভারত এবং পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীর অঞ্চলে দুটি পৃথক পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। এই জোড়া ঝঞ্ঝার প্রভাবেই উত্তুরে হাওয়ার প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তার সরাসরি প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়।
মহানগরীর তাপমাত্রার দিকে নজর দিলে দেখা যাচ্ছে, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৫.৮ ডিগ্রির আশেপাশে। ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও দিনের বেলায় রোদ ও আর্দ্রতার জেরে শীতের আমেজ কার্যত মিলিয়ে যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের মতো এলাকায় আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
এদিকে কুয়াশা নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন ভোরের দিকে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এর ফলে সকালের দিকে দৃশ্যমানতা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গের ছবিটাও অনেকটা একই রকম। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কুয়াশার দাপটে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। পার্বত্য এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও মালদহ-সহ উত্তরবঙ্গের সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।






