রাজ্যের খবর

বিস্ফোরণের জেরে নিহত! আর্থিক অনুদান তুলে দিলেন জেলাশাসক

Killed by the explosion! The District Magistrate handed over the financial grant

Truth Of Bengal: বীরভূম, পার্থ দাস: খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে অবস্থিত গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড(GMPL) কোলিয়রিতে সোমবার হঠাৎই বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের জেরে প্রায় ছ’জন শ্রমিক প্রাণ হারান। ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকে তাদের দেহ। এলাকায় ছেয়ে যায় শোকস্তব্ধ।

ঘটনাস্থলে পৌঁছান মৃতদের পরিবার। তার পর তারা হন্যে হয়ে খুঁজতে থাকে নিহতদের ছিন্ন ভিন্ন দেহ। তারপর সেখানে হাজির হন বিশাল পুলিশ বাহিনী, পুলিশ সুপার ও জেলা শাসক। ঘটনার পর পরই নিহতদের পরিবারকে আর্থিক অনুদান সহ চাকরি প্রদানের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে দেহগুলি ময়নাতদন্তের জন্য আনা হয়েছিল। ঘটনা স্থল থেকে দুজনের দেহ না পাওয়া গেলেও তাদের দেহের বেশ কিছু অংশ ও জামাকাপড় নিয়ে আসা হয়েছিল ময়নতন্ত্রের জন্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের সংখ্যা ৮, আর আহত হয়েছেন তিনজন।

মৃতদেহ গুলি ময়না তদন্ত পর গ্রামে নিয়ে যাওয়া হয়। পুলিশ পাহারায় সেখানে ছুটে যান রাজ্যসভার এমপি সামিরুল ইসলাম, পাওয়ার বোর্ডের চেয়ারম্যান পিবি সেলিম জেলা শাসক থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা। তাদের উপস্থিতিতে মৃতদেহগুলির সৎকার করার পর পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের নির্দেশে সেই আর্থিক অনুদান তুলে দেয় বীরভূম জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, রাজ্যসভার এমপি আমিরুল ইসলাম সহ পুলিশ প্রশাসনের কর্তারা।

Related Articles