
The Truth of Bengal: রথের রশিতে টান পড়তেই বেজে ওঠে আগমনী সুর। হাতে আর মাত্র কয়েকটা মাস তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। খুঁটি পূজার মধ্যে দিয়ে পুজো প্রস্তুতি সূচনা করছে ক্লাব সংগঠনগুলি। আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারে ২৮ তম বর্ষের শারদ উৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো মহাসড়ম্বরে।
প্রতিবছর রথের দিনে এই পুজো অনুষ্ঠিত হলেও এ বছর উল্টো রথের দিন উদ্যোক্তাদের পক্ষ থেকে আয়োজন করা হয় খুঁটিপুজোর।এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান পারিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
আগরপাড়া ইয়ুথ রিক্রিয়েশন সেন্টারের প্রধান উপদেষ্টা জানান, প্রতিবছরের ঐতিহ্যকে বজায় রেখে আগরপাড়া ইয়ুথ রিক্রিয়েশন সেন্টার এবছরও তাদের আভিজাত্য বজায় রাখবে। শারদ উৎসবের মধ্যে দিয়ে সামাজিক অবক্ষয় কে প্রতিহত করে সামাজিক মেলবন্ধনের অন্যতম নজির গড়তে চলেছে আগরপাড়া ইউথ রেক্রিয়েশন সেন্টার। পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণের বার্তাও তুলে ধরছেন পুজো উদ্যোক্তারা