কালিয়াগঞ্জ পুলিশের নয়া উদ্যোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে চলছে নাকা চেকিং
Kaliaganj Police's new initiative: Naka checking underway to prevent drunk driving

Truth Of Bengal: সত্যেন মহন্ত, উত্তর দিনাজপুর: মত্ত অবস্থায় গাড়ি চালানো রুখতে কড়া পদক্ষেপ পুলিশের। দীপাবলির উৎসবের দিনগুলিতে রাতে মদ্যপান করে গাড়ি চালানোর সংখ্যা বাড়ার আশঙ্কায় তৎপর পুলিশ। উত্তর দিনাজপুর পুলিশ জেলার অধীনে কালিয়াগঞ্জ থানার দাবি, রাতে জোরদার নাকা চেকিং করা হচ্ছে। কালিয়াগঞ্জ থানার অধীনে বেশ কিছু জায়গায় চলছে নাকা চেকিং।
দীপাবলি উৎসব উপলক্ষে কালিয়াগঞ্জ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক গার্ড নাকা পয়েন্ট করা হয়েছে। শনিবার রাতে কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশ অফিসার বিপুল দত্তের নেতৃত্বে কালিয়াগঞ্জ ব্লক ও শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং করতে দেখা যায়। এদিন শহরের গুরুত্বপূর্ণ এলাকা বয়রা কালী বাড়ি এলাকায় রাতে ২ টা নাগাদ দেখা যায় নাকা চেকিং করতে।
পুলিশ সুত্রে খবর, মদ্যপান করে বাইক ও পন্যবাহী গাড়ি চলানোর সময় দুর্ঘটনা ঘটছে। পথ দুর্ঘটনা রুখতে বাইক আরোহীদের মুখে মেশিন লাগিয়ে দেখা হয় তারা মমদ্যপান করে গাড়ি চালাচ্ছে কী না।
রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক সংলগ্ন এলাকায় বিগত দিনগুলিতে একের পর এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে মদ্যপান করে গাড়ি বা বাইক চালানোর ফলে এই সমস্ত দুর্ঘটনা ঘটেছে। কালিয়াগঞ্জ থানার পুলিশ সুত্রে জানা যায়, রাতে জোরদার নাকা চেকিং করা হচ্ছে। শহর ও ব্লকের বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট করা হয়েছে।