রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর অক্সফোর্ডের বক্তৃতা শুনতে উদগ্রীব ঝাড়গ্রামের কলেজ পড়ুয়ারা

Jhargram college students eager to hear Chief Minister's Oxford speech

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন আগামী ২৭ মার্চ। তাই গর্বিত ঝাড়গ্রামের সাঁকরাইল অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। মুখ্যমন্ত্রী জানাবেন শুভেচ্ছা ও অভিনন্দন। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র সন্তু পাত্র সহ অন্যান্য ছাত্রছাত্রীরা সোমবার কলেজ প্রাঙ্গনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার বিষয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভ কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সাঁকরাইল অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ছাত্র সন্তু পাত্র বলেন ‘এটি পশ্চিমবঙ্গ এবং ভারতের জন্য গর্বের মুহূর্ত। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক উন্নয়ন, শিশু কল্যাণ এবং মহিলাদের ক্ষমতায়ন নিয়ে কথা বলবেন। তাঁর প্রকল্পগুলি যেমন কন্যাশ্রী, রূপশ্রী, এবং যুবশ্রী জীবনে আমূল পরিবর্তন এনেছে, তরুণদের মনে আশা জাগিয়েছে ও নতুন সুযোগ তৈরি করেছে।

তার জন্য ছাত্র-ছাত্রীরা গর্বিত বলে তিনি জানান। তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। ‘অক্সফোর্ডে তাঁর বক্তৃতা বাংলার গৌরব বয়ে আনবে এবং অনেককে অনুপ্রাণিত করবে। আমরা তাঁর সাফল্য কামনা করি এবং তাঁর বক্তৃতা শোনার জন্য উদগ্রীব হয়ে রয়েছি বলে ওই কলেজের ছাত্রছাত্রীরা জানান।

Related Articles