রাজ্যের খবর

জয়নগর তৃণমূল নেতা খুনে গ্রেফতার অভিযুক্ত

Jayanagar Trinamool leader killed

The Truth of Bengal: জয়নগর তৃণমূল নেতা খুনে গ্রেফতার শাহরুল শেখ (২৩)। তার বাড়ি ডায়মন্ডহারবারের নেতড়া এলাকায়। শাহারুল চুরি ছিনতাই এর সাথে যুক্ত। প্রাথমিকভাবে জেরায় জানা গিয়েছে একটি চুরির কাজ আছে বলে তার সাথে যোগাযোগ করা হয়। সেই সুত্র ধরে তাকে মৃত তৃণমুল নেতা সইফুদ্দিন লস্করের বাড়ি এলাকাতেই একজনের বাড়িতে চারদিন ধরে রাখা হয় সইফুদ্দিনের গতিবিধি নজরদারি করার জন্য। ভোরবেলা নামাজ পড়তে যান তিনি। ঐ সময়টাকেই বেছে নেয় দুষ্কৃতিরা। এই খুনে একলক্ষ টাকা বরাত দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনের কোনো হদিস পাওয়া যায়নি। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।এই ঘটনায় এখনো পর্যন্ত তিনটি মামলা রুজু করা হয়েছে। ১টি তৃণমূল নেতা খুন, দ্বিতীয়টি পিটিয়ে মারার ঘটনা ও তিন নম্বর হল এলাকায় অগ্নিসংযোগ ও বাড়ি ভাঙচুর সহ লুঠপাটের মামলা।ধৃত শাহরুল শেখ ও যাকে পিটিয়ে মারা হয়েছে সেই সাহাবুদ্দিন লস্কর। বাড়ি জয়নগর থানা এলাকার গোদাবর অঞ্চলে।

সাহাবুদ্দিন মুলত সাইকেল নিয়ে যাতায়াত করত। সাহাবুদ্দিনও দর্জির কাজ করত। সেই সুত্র ধরেই শাহরুল ও সাহাবুদ্দিনের যোগাযোগ ছিল বলে সুত্র মারফত খবর। এই ঘটনার বিচার চাইছেন মৃতের স্ত্রী জরিনা বিবি। মৃতের মেয়ে জানান ঘটনাটি জানার পর তারা বাবার ফোনে ফোন করলেও কোনো সাড়া পাননি। তার বাবা এরসাথে যুক্ত নন বলেই জানান। প্রথম থেকে তৃণমূল করত তার বাবা বলে জানান মেয়ে। আইন আদালত থাকা সত্বেও কেন তার বাবাকে এইভাবে পিটিয়ে মারা হয়েছে সেই প্রশ্ন তোলেন রুবিয়া লস্কর।

Free Access

Related Articles