রাজ্যের খবর

জলঙ্গি নদিতে কুমির! আতঙ্কে মৎস্যজীবী থেকে এলাকাবাসীরা

Jalangi river crocodile! Local residents from fishermen in fear

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : নদিয়ার কৃষ্ণনগর জলঙ্গি নদীতে ৩ টি কুমিরের আতঙ্কে সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় মৎস্যজীবীরা। বেশ কিছুদিন ধরে জলঙ্গী নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা জানাচ্ছেন মাঝেমধ্যে কুমির দেখতে পাচ্ছেন। বেশ কয়েকবার মৎস্যজীবীরা ও দেখতে পায় কুমির।

স্থানীয় প্রশাসন ও বনদপ্তরকে খবর দিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। বনদপ্তর কোনরকম ব্যবস্থা বা কোন তৎপরতা দেখাননি বলেও অভিযোগ করলেন মৎস্যজীবীরা। দিনরাত কুমির আতঙ্ক এখন মৎস্যজীবীদের মাথা ব্যাথার কারণ। জলঙ্গিতে মাছ ধরতে আসা মৎস্যজীবীরা জানান, রাতে মাছ ধরার ক্ষেত্রে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের। তবে কৃষ্ণনগরের জলঙ্গিতে কুমির আতঙ্কে উদাসীন প্রশাসন। এছাড়াও জলঙ্গী নদীতে যারা স্নান করছেন তারাও অনেকটা ভয়ের সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন। অনেকে আবার কুমিরের ভয়ে স্নান করতে না জলঙ্গি নদীতে।

Related Articles