রাজ্যের খবর

অভিনব উদ্যোগ শান্তিপুরের স্কুলের, থানা সম্পর্কে পাঠদান ছাত্রছাত্রীদের

Innovative initiative to teach students about Shantipur's school, police station

Truth Of Bengal : মাধব দেবনাথ, নদিয়া : থানা সম্পর্কে পাঠদান করাতে থানাতেই হাজির করানো হলো ছাত্র-ছাত্রীদের কে। এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে নদীয়ার শান্তিপুরের কিডজি এবং শান্তিপুর পাবলিক স্কুলের তরফ থেকে। পুলিশ আধিকারিকরা সারাদিন কি কি কাজ করেন, কিভাবে থানায় কাজ চলে সে বিষয়টা সম্বন্ধে পাঠদান করা হলো পড়ুয়াদেরকে।

পড়াশোনা শুধু পাঠ্য বইয়ের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়। সেই গণ্ডি পার করে ছাত্র-ছাত্রীদেরকে প্রতিনিয়ত পাঠ দেওয়া হয়  মূল্যবোধ, শৃঙ্খলা পরায়ণতা, স্বাস্থ্য ও সামাজিক বিষয়ে। আর এই কাজ একনিষ্ঠভাবে করে চলেছে নদীয়ার শান্তিপুরের  কিডজি এবং শান্তিপুর পাবলিক স্কুল। আর এবার ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সটান হাজির থানায়। থানার ভিতরে পুলিশকর্মীদের মূল কাজ কী ? তারা কিভাবে কাজ করেন? এইসব বোঝাতে ছোট ছোট কচিকাচাদেরকে নিয়ে থানায় পৌঁছোন শিক্ষক শিক্ষিকারা। সারিবদ্ধভাবে কচিকাচারা শান্তিপুর থানার থানার কার্যক্রম স্বচক্ষে দেখে। শুধু তাই নয়, থানায় উপস্থিত সমস্ত পুলিশ আধিকারিকদের সঙ্গেও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এই সমস্ত কিছু নিজেরা উপলব্ধি করলেন। পুলিশ আধিকারিকেরাও ছোট ছাত্র ছাত্রীদেরকে কাছে পেয়ে তাদের হাতে তুলে দেয় চকলেট।

এর আগেও বিদ্যালয়ের তরফে পোস্ট অফিস শপিংমল সহ বেশ কিছু জায়গায় ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে সেই জায়গায় কিভাবে কি কাজ হয় এবং কিভাবে একটা মানুষ সেখানে গিয়ে পরিষেবা পেতে পারে তার জন্য ওয়াকি বহল করা হয়। তবে জানা যায় ছোটবেলা থেকেই ছাত্র-ছাত্রীদেরকে কিভাবে সামাজিকভাবে গড়ে তোলা যায় তার জন্যই এই অভিনব উদ্যোগ বিদ্যালয় গ্রহণ করছে বলেই জানিয়েছেন বিদ্যালয়ের কো-অর্ডিনেটর। যদিও এইরকম ফিল্ড ভিজিট করে যথেষ্টই খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

Related Articles