রাজ্যের খবর

ভয়াবহ পথ দূর্ঘটনায় আহত ২

Injured in a terrible road accident 2

The Truth Of Bengal: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হল দুই যুবক। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে চালসা- মালবাজার মুখী ৩১ নম্বর জাতীয় সড়কের মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের সামনে।

জানা যায়, এদিন দুই যুবক একটি নতুন বাইকে চালসা থেকে মালবাজারের দিকে যাচ্ছিল। সেসময় জাতীয় সড়কের ওপর মাল কলেজ সামনে উল্টো দিক থেকে একটি পন্যবাহী ট্রাকের সাথে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কায় বাইকে থাকা দুই বাইক আরোহী ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে এলাকায় আসে মেটেলি থানার পুলিশ। পুলিশ এসে পণ্যবাহী ট্রাক ও বাইকটিকে আটক করে নিয়ে যায়। খবর লেখা পর্যন্ত আহত যুবকদের নাম ও পরিচয় জানা যায়নি।

FREE ACCESS

Related Articles