
The Truth Of Bengal : বিশ্বদীপ সাহা, কোচবিহার :- এক অজানা জন্তুর আক্রমণে আহত দুজন। দুজনকেই কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের কালজানীর পালপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিনা ইশোর মাঠে কাজ করার সময় কোন এক অজানা জন্তু এসে তার হাতের দুটি আঙ্গুল ছিড়ে নিয়ে যায়। এরপরে ই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। সন্ধ্যা হতেই বিমল চন্দ্র ঘোষ এর ঘরে ঢুকে আবারো আক্রমণ করে অজানা জন্তুটি। সকালে বনদপ্তরে খবর দেওয়া হলে সন্ধ্যা নেমে গেলেও বনদপ্তর এলাকায় পৌঁছায়নি বলে অভিযোগ। স্থানীয়দের অনুমান চিতা বাঘের আক্রমণে স্থানীয় দুই বাসিন্দা আহত হয়েছে। তবে আসলে এলাকায় কোন প্রাণী এইভাবে আক্রমণ করছে তা নিয়ে ধন্ধে রয়েছে বনদপ্তর। এলাকার মোতায়ন রয়েছে পুলিশ বাহিনী।