রাজ্যের খবর

দারকেশ্বর নদের বাঁধ মেরামতে উদ্যোগ, দ্রুত কাজ শুরুর জন্য পরিদর্শন

Initiative to repair Darkeshwar river dam

The Truth of Bengal: বন্যার সময় হুগলির আরামবাগের দারকেশ্বর নদের বাঁধ ভেঙে চলে। এখন বসতবাড়ির দোরগোড়ায় পৌঁছে বিপজ্জনক অবস্থায় রয়েছে নদী বাঁধ। কয়েক বছর ধরে এই নদী বাঁধ মেরামতের দাবি জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা। অবশেষে দ্বারকেশ্বর নদের ভাঙন রোধে কাজ শুরু করতে পরিদর্শন করল জেলা প্রশাসন। নদী ভাঙন রোধে বাঁধ মেরামতের কাজ শুরু হলে বর্ষায় ভাঙনের আশঙ্কা ও দুঃশ্চিন্তা থেকে রেহাই মিলবে বলে মনে করছেন এলাকার লোকজন।

২ বছর আগে ভয়াবহ বন্যায় নদীর পাড় টপকে বসতবাড়িতে জল ঢুকে গিয়েছিল। বন্যার সময় বাড়ি ছেড়ে আতঙ্কে অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল বাড়ির সদস্যদের। এমনকি বন্যার জল রাজ্য সড়ক ছুঁয়ে ফেলেছিল প্রায়। বর্ষায় বন্যা পরিস্থিতি তৈরি হলে চরম আতঙ্কে ও নদী ভাঙনের আশঙ্কায় ভুগতে হতো বাসিন্দাদের। প্রতিকার পেতে স্থানীয় প্রশাসন থেকে জেলা এমনকী রাজ্য প্রশাসন পর্যন্ত দাবি জানিয়েছিলেন সবাই।

স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে একশো দিনের কাজে মাঝে মধ্যে নদী বাঁধে মাটি ফেলে সাময়িক মেরামতের উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। অবশেষে দ্বারকেশ্বর নদের ভাঙন ঠেকাতে বাঁধ মেরামতের উদ্যোগী হল প্রশাসন। দ্বারকেশ্বর নদের ভাঙন রোধে কাজ শুরু করতে পরিদর্শন করল জেলা প্রশাসন। এলাকার গোটা পরিস্থিতি খতিয়ে দেখে এবার দ্রুত কাজ হবে। প্রশাসন চায় পাকাপাকি সমাধান। সেই লক্ষ্যে এবার কাজ শুরু হতে চলেছে। এলাকার মানুষ এখন সেই দিকে তাকিয়ে।

Related Articles