রাজ্যের খবর

মহানন্দার ঘাট সংস্কারে উদ্যোগ, নতুন করে সেজে উঠবে ঘাটগুলি

Mahananda Ghat

The Truth of Bengal: বহুদিন সংস্কার হয়নি। পুরাতন মালদা পুরসভা এলাকায় মহানন্দা নদীর একাধিক ঘাট ব্যবহার করতে সমস্যায় পড়তেন এলাকার মানুষ। সেই ঘাটগুলি সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার। স্নানঘাট, ছটপুজোর ঘাটগুলি সংস্কার করতে বরাদ্দ হয়েছে প্রায় দেড় কোটি টাকা। মানুষের সুবিধায় এই উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। সেই কাজের সূচনা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ির মির্জাপুর, নিচুপাড়া, এলাকায় মহানন্দা নদীর ঘাটগুলি সংস্কারের কাজ শুরু হতে চলেছে।

মহানন্দা নদীর ঘাটগুলিতে প্রতিমা বিসর্জন থেকে শুরু করে ছট পুজোর উৎসব পালিত হয়। এছাড়াও বিভিন্ন সময় আরও নানা ধার্মিক উৎসব হয়ে থাকে। সেই দিকেই লক্ষ্য রেখে এদিন মহানন্দা নদীর ঘাট সংস্কার করার উ্যদোগ নেওয়া হয়। খুব শীঘ্রই এই কাজ শুরু হয়ে যাবে। মূলত পুরাতন মালদা পুরসভার ৯ নম্বর , ২০ নম্বর ওয়ার্ড এবং ৭ নম্বর ওয়ার্ড সহ আরও যে সব এলাকায় মহানন্দা নদীর ঘাটগুলি রয়েছে, সেখানেই এই সংস্কারের কাজ করা হবে। সেই কাজের সূচনা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

ঘাট সংস্কারে রাজ্য সরকার বরাদ্দ করেছে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ ৪৮ হাজার টাকা। ঘাট সংস্কারের সূচনা অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক নীতীন সিংহানিয়া, পুরাতন মালদা পুরসভার পুরপ্রধান কার্তিক ঘোষ, উপপুরপ্রধান সফিকুল ইসলাম। এবার কাজ শুরুর অপেক্ষা। ঘাটগুলি সংস্কার হলে সুবিধা হবে মানুষের। তাই এলাকাবাসী খুশি।

Related Articles