রাজ্যের খবর

অবিশ্বাস্য! এক কেজি আমের দামে কেনা যাবে আস্ত বুলেট, পাহারা দিতে ঘাম ছুটছে মালিকের

Incredible! Whole bullets can be bought for the price of one kg of mango, the owner is sweating to guard

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ-  এক কেজি আমের দাম দুই লক্ষ টাকা। এমনটা আবার হয় নাকি। এমন এক প্রজাতির আম চাষ হচ্ছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ১৮ নং মিলন পল্লীতে। আর এই আম দেখতে ভিড় জমাচ্ছে প্রচুর মানুষ। আম পাহারা দিতে কাল ঘুম উড়েছে আমের মালিকের। কে কখন আম না নিয়ে যায়। এক কেজি আমের দাম ২ লক্ষ টাকা বলে কথা।

এটি এমন একটি বিরল জাতের আম যার রঙ হয় লাল ও বেগুনি মেশানো। দামও তাই আকাশছোঁয়া। সাধারণ আমের দাম যেমন খুব ভাল হলে ১০০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত ওঠে প্রতি কেজিতে। তবে এই জাপানি প্রজাতির আমের ক্ষেত্রে এর প্রতি কেজির দাম শুরু হয় ২ লাখ টাকা থেকে। জাপানের এই মিয়াজাকি আম ভারতের বেশ কিছু জায়গায় জন্মায়। জাপানের অন্যতম বিখ্যাত এই ফল। শিলিগুড়ি তে একটি প্রদর্শনী উৎসবে গত বছর এই আমের জাত দেখানো হয়েছিল।

এই বিষয়ে চাষি সুজিত দাস বলেন, এই আম সাধারণত জাপানে পাওয়া যায়। জাপানের মেইজেই শাসনকালে এই আমের উৎপত্তি হয়েছিল বলে শুনেছি। মাখনের মত টেক্সচার, রসাল শাঁস এবং সুগন্ধি জন্য এই আম বিখ্যাত। এই আমের মিষ্টতার কারণে সুপরিচিত। তবে প্রচুর সূর্যের আলো পড়ে এমন জায়গায় এই মিয়াজাকিআম উৎপন্ন হয়।

জাপানের মিয়াজাকি শহরে প্রথম এই আম জন্মায় বলে এর নাম শহরের নামেই রাখা হয়েছে। সুজিত বাবু আরো জানান গত এক বছর আগে শিলিগুড়িতে একটি ফলের প্রদর্শনী উৎসবে গিয়ে এই আমের নাম শুনেন এবং তারপরেই অনলাইনে চারটি চারা গাছের অর্ডার করলেও একটি চারা গাছ পেয়েছিলেন। যার দাম নিয়েছিল ৫০০০ টাকা। এক বছর আগে এই আমের গাছটি লাগিয়েছিলেন। এ বছর তিনটি আম ফলে ছিল তবে দুটি আম নষ্ট হয়ে গেলেও এখনো একটি আম রয়েছে যার ওজন প্রায় ৩০০ গ্রামের কাছাকাছি ।এই মিয়াজাম আম ফলের প্রদর্শনীতে নিয়ে যেতে চান। প্রদর্শনীতে ভালো দাম পেলে আরও জাপানি প্রজাতির এই আম গাছ লাগানোর ইচ্ছা রয়েছে।

Related Articles