
Truth Of Bengal : হুগলি : তরুণ মুখোপাধ্যায় : শুক্রবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হুগলি জেলার বিভিন্ন এলাকায়। সকালে রাস্তায় যানবাহন কম থাকার কারণে বহু মানুষ বিশেষ করে অফিস যাত্রীদের অফিস পৌঁছতে ভীষণ রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মানুষের দৈনন্দিন কাজকর্মও যথেষ্ট ব্যাহত হচ্ছে।
বিশেষ করে হাট বাজার করার ক্ষেত্রে ভীষণ রকম অসুবিধা হচ্ছে। এর মধ্যে সামনে পুজো জামা কাপড়ের দোকানগুলিতে এবছর এমনিতেই ভিড় কম বাজার সেইভাবে ওঠেনি তার ওপর এই বৃষ্টির কারণে তাদের ব্যবসা যে মার খাবে তাই নিয়ে নিয়ে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মৃৎশিল্পী যারা প্রতিমা গড়ছেন তারাও যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েছেন।
বিশেষ করে সামনে বিশ্বকর্মা পুজো একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। মাটির প্রলেপ এখনো কাঁচা রয়েছে সময় মত কিভাবে তারা প্রতিমা পৌঁছে দেবেন সেই নিয়েও একরাশ চিন্তা মৃৎ শিল্পীদের মনে।