রাজনৈতিক ময়দানে যুযুধান সব পক্ষ, মিষ্টির দোকানে সহাবস্থান সব পক্ষের
In the showcase of the sweet shop, you can see the sandesh decorated with the symbols of all the parties

The Truth of Bengal: ভোটের ময়দানে রাজনৈতিক দলগুলি এখন পারস্পরিক লড়াইয়ে ব্যস্ত। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। ভোটের ময়দানে যতই লড়াই থাক না কেন এক জায়গায় সব দলের সহাবস্থান দেখে গেল। মিষ্টির দোকানে শোকেসে দেখা যাচ্ছে থরে থরে সাজানো আছে সব দলের প্রতীক আঁকা সন্দেশ। সব দলের মধ্যে বজায় থাক সদ্ভাব, এমন ভাবনায় বহরমপুরের একটি দোকানে এমন মিষ্টি বানিয়েছেন এক বিক্রেতা।
ভোটের লড়াইয়ে যত বিরোধিতা থাকুন না কেন, রাজনৈতিক দিলগুলির মধ্যে থাকুক মিষ্টি সম্পর্ক। তা হলে পারস্পরিক লড়াইয়ে আসবে না তিক্ততা। এমন চাওয়া থেকে সব দলের প্রতীক আঁকা মিষ্টি তৈরি করে বার্তা দিতে চেয়েছেন বহরমপুর শহরের এক মিষ্টান্ন বিক্রেতা। নির্বাচনের আগে মিষ্টি চমক এখন নজর কাড়ছে বহরমপুরে। লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে এখন হাই ভোল্টেজ উত্তেজনা। যুযুধান সব পক্ষ ময়দানে নেমে প্রচার চালাচ্ছে। কেউ কাউকে এই ইঞ্চি জমি ছাড়ছে না। নানা দলের মধ্যে কিছু কিছু অশান্তির ঘটনা সামনে আসছে। এমন আবহে সব দলের কাছে বার্তা দিতে প্রতীক আঁকা বিভিন্ন মিষ্টি বানিয়ে দোকানে সাজিয়ে রেখেছেন এক বিক্রেতা।
নির্বাচনের আগে সাধারণ মানুষ তাদের প্রিয় রাজনৈতিক দলের প্রতীক আঁকা মিষ্টি কেনার জন্য লম্বা লাইনে দাঁড়াচ্ছেন শহরের ওই দোকানে। অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিনছেন এই মিষ্টি। বিলি হচ্ছে কর্মীদের মধ্যে। আবার অনেকেই উপহার দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। এই বিশেষ ধরনের কড়া পাকের সন্দেশে এক একটি দলের প্রতীক দিয়ে বানানো। এক এক দলের প্রতীকের সন্দেশের স্বাদ আলাদা আলাদা। মাত্র ৪০ টাকা মূল্যের এই সন্দেশ বিকোচ্ছে হইহই করে। রাজনৈতিক লড়াইয়ে উত্তপ্ত মুর্শিদাবাদে সৌহার্দের মিষ্টি বার্তা দিচ্ছে এই মিষ্টি।