রাজ্যের খবর
Trending

ফের বিক্ষোভের মুখে, ‘হাড়গোড়’ ভেঙে দেওয়ার হুমকি অভিজিতের

In the face of protests again, Abhijeet threatened to break the 'bones'

The Truth Of Bengal : আবার বিক্ষোভের মুখে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার হলদিয়ায় বিক্ষোভের মুখে অভিজিৎ। সেখানে একটি বুথের বাইরে তাঁর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। প্রাক্তন বিচারপতিকে লক্ষ্য করে কখনও ‘চোর চোর’ স্লোগান ওঠে। আবার কখনও ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। অভিজিৎ সেই বিক্ষোভের মুখে প্রথম দিকে সংযত থাকলেও পরে হঠাৎ মেজাজ হারান। তাঁকে বলতে শোনা যায়, ‘বিক্ষোভ দেখালে হাড়গোড় ভাঙা হবে।’

পরে এই বিক্ষোভ সম্পর্কে অভিজিৎ বলেন, ‘স্লোগান দিচ্ছে তো আমি কী করব? এখানে ছাপ্পা দেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে এসেছি। কিউআরটি টিমকে খবর দিয়েছি। তাদের আসার জন্য অপেক্ষা করছি।’ কিছুক্ষণ পর কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছয়। লাঠি উঁচিয়ে ভিড় সরিয়ে দেয় তারা। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুথ থেকে নিরাপদে বেরিয়ে যান। তবে এলাকায় উত্তেজনা রয়েছে।

সকাল থেকে এলাকার বিভিন্ন বুথে বুথে ঘুরতে থাকেন অভিজিৎ। কয়েক জায়গায় তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। তবে হলদিয়ায় বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান তিনি। তাঁকে বলতে শোনা যায়, ‘আমাকে ঘিরে কেউ বিক্ষোভ দেখায়নি। অত সাহস এখনও কারও হয়নি। আমাকে ঘিরে বিক্ষোভ দেখালে হাড়গোড় ভাঙা হবে।’

Related Articles