মেয়ে- জামাইয়ের ঝগড়া মেটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পরিবার, হল না জামাই ষষ্ঠী
In order to settle the dispute between daughter and son-in-law, the family lost the sixth son-in-law due to an accident

The Truth Of Bengal : উত্তর দিনাজপুর : রায়গঞ্জ : সত্যেন মহন্ত : লরির সাথে টাটা সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১ জনের, গুরুতর আহত ২ মহিলা সহ ৮ জন, যার মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে রায়গঞ্জের ভিটি এলাকায় ১২ নং জাতীয় সড়কে।
এই ভয়াবহ পথ দুর্ঘটনায় আহতদের প্রত্যেকেরই বাড়ি রায়গঞ্জের জগদীশপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রয়েছে জগদীশপুরের স্থানীয় পঞ্চায়েত সদস্য মানস সরকার। মঙ্গলবার রাতে গাড়িটি রায়গঞ্জ থেকে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। রায়গঞ্জের জগদীশপুর এলাকার বাসিন্দা রাজকুমার সরকার ও বুলারানী সরকার তাঁর মেয়ের শ্বশুর বাড়িতে পারিবারিক বিবাদ সৃষ্টি হওয়ায় সেই বিবাদ মেটানোর জন্য আত্মীয় সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যকে সাথে নিয়ে গাড়িতে করতে যাচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে আসা হলে একজনের মৃত্যু হয় বলে স্থানীয়দের তরফ থেকে জানানো হয়।