
The Truth of Bengal: শিলিগুড়ি মহকুমার বিধাননগর এলাকায় অবৈধ বালি তোলার অভিযোগে একটি ট্রাক আটক করেছে ফাঁসিদেওয়া ব্লক ভূমি রাজস্ব দপ্তর। শনিবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ট্রাক আটক করা হয়।
ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা জানান, অভিযানের সময় ট্রাক চালককে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এতে সন্দেহ হলে ট্রাক্টরটিকে বিধাননগর থানায় নিয়ে আসা হয়।
ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা গেছে, অবৈধ বালি তোলার অভিযোগে ট্রাক্টরটিকে জরিমানা করা হবে। এছাড়াও, অবৈধ বালি তোলার বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।