বিজেপি কার্যালয় ছাড়া ভেঙে ফেলা হলো অবৈধ ঘরবাড়ি,ঘরহীন মানুষের পাশে বিধায়ক বিধান উপাধ্যায়
Illegal houses were demolished, MLA Bidhan Upadhyay stood by the homeless people

The Truth Of Bengal: চিত্তরঞ্জন রেল শহরে রেল কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন অবৈধ সব ঘরবাড়ি ভেঙ্গে ফেলার।রেল প্রশাসনের তরফে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।আবার যাদের বাড়ি রেল কর্তৃপক্ষ ভেঙ্গে দিচ্ছে, তাদের পাশে দাঁড়িয়েছেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।
মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশ মত ঘরহীন ৩১টি পরিবারকে হিন্দুস্তান কেবলসের ভগ্ন আবাসনে অস্থায়ী ভাবে থাকা খাওয়ার ব্যাবস্থা করেছে পূর্ন বাসন সমিতি।
চিত্তরঞ্জন শহরের সিমজুড়ি কাপুরি বস্তি নামক জায়গায় প্রায় ৪১বাড়ি ভেঙ্গে ফেলা হয় রেল কর্তৃপক্ষের তরফে।কিন্তু দেখা যায় সেই জায়গায় অবস্থিত বিজেপি কার্যালয় ভাঙ্গা হয়নি।সেই নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় মানুষজন থেকে বিরোধীরা দলের নেতা কর্মীরা।আবার এই প্রসঙ্গে বিজেপি নেতা শঙ্কর তেওয়ারী বলেন রেল কর্তৃপক্ষের তার দোকান বাবদ ১হাজার স্কয়ার ফুট অ্যালটমেন্ট রয়েছে।তাই তার দোকান এবং বাড়ি ভাঙ্গা হয়নি।আর বিজেপির দলীয় কার্যালয়টি তিনি তখনই ভাঙতে দেবেন যখন রেল কর্তৃপক্ষ চিত্তরঞ্জন শহরের মধ্যে অবস্থিত বাকি দলের কার্যালয় গুলি ভাঙবে।
Free Access