
The Truth of Bengal: প্রকাশ্যে চলছিল জুয়ার আসর, আসরে হানা দিয়ে ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করার পর শনিবার আদালতে পেশ করলো নদিয়ার কল্যাণী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী মেন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় এক অবৈধ জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ।
দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে জুয়ার আসর বোসছিল বলে খবর ছিল পুলিশের কাছে। সেই মতো এই দিন ওই এলাকায় হানা দিয়ে জুয়ার আসর থেকে ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতদের কল্যাণী জেলা আদালতে পেশ করলে তদন্তের স্বার্থে ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এলাকায় অবৈধভাবে চলতে থাকা এই জুয়ার আসরের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।