রাজ্যের খবর

ফের বনগাঁয় অবৈধভাবে অনুপ্রবেশ, গ্রেফতার ৩

Illegal entry into Bangaon again, 3 arrested

Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা পুলিশ টহলদারি করবার সময় বনগাঁ কলমবাগান এলাকা থেকে তিন সন্দেহজনক যুবককে আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই তিন ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা। তারা প্রবেশ করার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরবর্তীতে, তাদেরকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। ধৃত ওই ব্যাক্তিদের নাম সোহাগ মিয়া, হাসান মিয়া, ইয়াসিন সরকার।

পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ ভাবে ভারতে প্রবেশকারী এই তিনজনের বাড়ি বাংলাদেশের (বর্মন বাড়ি জেলা, কুমিল্লা জেলা, গাজীপুর জেলা। আরও জানা যায়, ধৃতদের শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ ।