জাতীয় সড়ক, রাজ্যসড়কে নিষিদ্ধ করা হল টোটো, অটো, তিন চাকার যান! কড়া পদক্ষেপ রাজ্যের
Auto, Toto banned on national highway

The Truth of Bengal: জাতীয় সড়ক ও রাজ্যসড়কে দুর্ঘটনা এড়াতে ও যান পরিবহণে গতি বাড়াতে বেআইনি তিন চাকার যান বন্ধের নির্দেশ দিল পরিবহণ দফতর। সূত্রের খবর, মঙ্গলবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জাতীয়সড়ক ও রাজ্যসড়কে বেআইনি যানচলাচলের জন্যই দুর্ঘটনার মাত্রা বাড়ছে এবং এর জেরে নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।
পরিবহণ দফতরের তরফে ইতিমধ্যে প্রতি জেলায় জেলাপ্রশাসন ও পুলিশকে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, জাতীয়সড়ক ও রাজ্যসড়কে দুর্ঘটনা রুখতে দ্রুত পদক্ষেপ করতে হবে। উল্লেখ্য, গত ২৬ অগাস্টই বিধানসভায় এই নির্দেশিকা সংক্রান্ত একটি বার্তা দিয়েছিলেন। বিভিন্ন জেলার বাস মালিক সংগঠনগুলির তরফে, গত কয়েক মাস ধরেই পরিবহণমন্ত্রীর কাছে আবেদন রাখা হয়। সেখানে বলা হয়, জেলাস্তরে, জাতীয় ও রাজ্যসড়কে বিপুল পরিমাণ টোটো ও অটো ও তিন চাকার যান বেআইনি ভাবে চলছে। ফলে, তাদের যাত্রী সংখ্যা অনেকটাই কমেছে পাশাপাশি, গতির কারণে, অনেক সময়ই এই রাস্তাগুলিতে দুর্ঘটনাও দেখা দিচ্ছে। সংগঠনগুলির তরফে যাত্রী সুরক্ষার বিষয়টিও তুলে ধরা হয়। যদিও সেই সময় কড়া পদক্ষেপ করতে কিছুটা চাপেই ছিল পরিবহণ দফতর।
কারণ, বহু বেকার যুবক, অটো, টোটো, চালিয়ে নিজেদের সংসার চালান। তাদের উপর আচমকা কড়া পদক্ষেপ করা হলে, সমস্যায় পড়বে। তাই আগেই বার্তা দেওয়া হয়েছিল, এবার সেই নির্দেশিকা জারি করা হয়েছে। পরিবহণ দফতর সূত্রের খবর, শুধুমাত্র যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং অটো, টোটো বা তিন চাকার যান যাতে স্থানীয় এলাকায় চালানো হয়, সে কথাই পরিবহণ দফতরের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।