“ভারতের এক মুঠো মাটি নেওয়ার চেষ্টা করলে কবজি কেটে নেব”, বাংলাদেশকে হুঁশিয়ারি ত্বহা সিদ্দিকীর
"If you try to take a handful of Indian soil, I will cut your wrists," Taha Siddiqui warns Bangladesh

Truth Of Bengal: সম্প্রতি বাংলাদেশে কিছু কট্টরপন্থী গোষ্ঠীর ভারত-বিরোধী বক্তব্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। কখনও ভারতের মানচিত্র বদলের হুমকি, কখনও কলকাতা দখলের দাবি—এই ধরনের উস্কানিমূলক মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে।
সম্প্রতি ভারতের বিদেশ সচিব ঢাকায় গিয়ে বাংলাদেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের উপর চলা নির্যাতন নিয়ে সরাসরি কড়া বার্তা দিয়েছেন। এর মধ্যেই ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর হুঁশিয়ারি নতুন করে আলোড়ন ফেলেছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “বাংলাদেশ যদি ভারতের এক মুঠো মাটি নেওয়ার চেষ্টা করে, তবে তাদের কবজি কেটে নেওয়া হবে।”
পীরজাদা ত্বহা সিদ্দিকী শুধু বাংলাদেশ নয়, যে কোনও দেশ ভারতের দিকে আঙুল তুললে তার উপযুক্ত জবাব দেওয়ার কথা বলেছেন। পাকিস্তানের বিরুদ্ধেও তিনি কড়া বার্তা দিয়ে বলেন, “পাকিস্তান ও বাংলাদেশ যদি হাত মিলিয়ে ভারতকে হুমকি দিতে চায়, তবে তাদের জানিয়ে দিই, সেই দিন অনেক আগেই চলে গিয়েছে। আমরা চাই, দুই দেশের জনগণ—সংখ্যালঘু ও সংখ্যাগুরু—সুখে ও শান্তিতে বসবাস করুক।”
পীরজাদা ত্বহা সিদ্দিকী আরও বলেন, “কিছু অসৎ রাজনৈতিক নেতা দুই দেশের মধ্যে অশান্তি তৈরি করতে চাইছে। কিন্তু তাদের সেই চেষ্টাকে ব্যর্থ করা হবে। যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তারা দেশের মঙ্গল চায় না। আমরা তাদের পাত্তা দেব না।”
বাংলাদেশ সীমান্তে অশান্তির জেরে সীমান্ত রক্ষী বাহিনীও বাড়তি সতর্কতা নিয়েছে। বেড়েছে টহল এবং নজরদারি। বিশেষত, যেখানে কাঁটাতার নেই, সেই জায়গাগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক যাতে অশান্তির কারণে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য দুই দেশের শীর্ষ নেতৃত্বের সংলাপ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।