আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামল কয়েক হাজার মহিলা, তাদের একটা স্লোগান দোষীদের ফাঁসি চাই
Hundreds of thousands of women took to the streets to protest against the RG kar case

Truth of Bengal : আরজি করে ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুন করার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ফাঁসি চাই। এই দাবিতে এইবার রাস্তায় নামলো কয়েক হাজার মহিলা। এদিন নদীয়ার শান্তিপুর বিধানসভার ফুলিয়া এলাকায় এই মিছিল বের করে বহুমুখী সংঘের মহিলারা। তাদের একটাই দাবি আরজিকর কাণ্ডে যারা জড়িত তাদের ফাঁসি চাই, সিবিআই তদন্তভার গ্রহণ করলেও এখনো পর্যন্ত দোষীদের চিহ্নিতকরণ করা গেল না। কবে দোষীদের শাস্তি হবে। একজন নারীর প্রতি এই ধরনের নৃশংস ঘটনা আমরা কিছুতেই মেনে নেব না, তাই এরই তীব্র প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। যতদিন না পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত নারীদের এই আন্দোলন লাগাতার চলবে। প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই মিছিল শেষ হয় ফুলিয়ার রঙ্গমঞ্চের সামনে।
অন্যদিকে আরজিকর কান্ডে একইভাবে কিন্তু প্রতিবাদে সরব হয়েছে নদীয়া জেলার বিভিন্ন শিক্ষক মহল থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকা মহিলা থেকে পুরুষ। বর্তমানে আরজিকর কাণ্ডে চলছে রাজনৈতিক সুড়সুড়ি, কেউ এক ফোটাও জায়গা ছাড়তে নারাজ। বিভিন্ন বিরোধী দলের নেতারা তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন কখনো আবার জাতীয় সড়ক অবরোধ করে মানুষকে বিশৃঙ্খলার মধ্যে ফেলছেন, কারণ তৈরি হচ্ছে যানজট। যানবাহন থমকে থাকায় সৃষ্টি হচ্ছে যানজট। এখন দেখার কতদিন চলবে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ। নাকি আবার পুরনো ছন্দে ফিরে আসবে, সবকিছু।