
Truth of Bengal: আজ হনুমান জয়ন্তী। তাই গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে একাধিক অনুষ্ঠান। আর এবার নদিয়াতে হতে চলেছে শোভাযাত্রা। জানা গিয়েছে, হনুমান জয়ন্তী উপলক্ষে এদিন নদিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল শোভাযাত্রা। এই শোভাযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই এলাকাজুড়ে উৎসবের আমেজ। হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই শোভাযাত্রা আরও ভিন্ন মাত্রা পেতে চলেছে বলে মনে করছেন আয়োজকরা।
নদিয়ার রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের ময়দান থেকে এই শোভাযাত্রার সূচনা হবে। শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করবে। বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত থাকছেন রাজ্যের বিশিষ্ট বিজেপি নেতা দিলীপ ঘোষ। শোভাযাত্রার আগে আয়োজন চলছে জোর কদমে। হনুমান জয়ন্তীতে একেবার অন্যচিত্র দেখা যাবে নদিয়ায়।
ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ট্রাফিক ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে সারা শহর জুড়ে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে পড়ার আশা করছেন সবাই। সেইসঙ্গে নিরাপত্তা দিকেও রাখা হচ্ছে বিশেষ নজর।