নীল ষষ্ঠী উপলক্ষে তারকেশ্বরে উপচে পড়া ভিড়
Huge crowd gathers at Tarakeswar on Neel Shashthi

Truth Of Bengal: তরুণ মুখোপাধ্যায়, হুগলিঃ রবিবার নীল ষষ্ঠী। আর এই বিশেষ দিন উপলক্ষে পশ্চিমবঙ্গের অন্যতম শৈব তীর্থ তারকেশ্বরে ভক্তদের ঢল নেমেছে। এদিন সকাল থেকেই নীল ষষ্ঠী উপলক্ষে প্রচুর মানুষ এসেছিলেন তারকেশ্বর মন্দিরে। ভক্তরা নীলষষ্ঠীর দিন সন্ধ্যায় বাবা তারকনাথের কাছে পূজা অর্চনা সেরে ব্রত টি পালন করেন ।
অন্যদিকে সোমবার চৈত্র সংক্রান্তি, চড়ক বা গাজন উৎসব উপলক্ষে বহু সন্ন্যাসীও এসে ভিড় করেছেন বাবা তারকেশ্বরের থানে । নীল ষষ্ঠীর জন্য একেবারে অন্য চেহারা নিয়েছে তারকেশ্বর। সেইসঙ্গে মন্দির চত্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
উল্লেখ্য, নীল ষষ্ঠী হল হিন্দু বাঙালি রমণীদের একটি ব্রত। তাই রবিবার সকাল থেকে মায়েরা তাদের সন্তানদের সুখ শান্তি সমৃদ্ধির জন্য এই ব্রত টি পালন করেছেন। সারাদিন উপবাসের পর সন্ধ্যায় শিবের পুজো করে দীপ জ্বালিয়ে উপবাস ভঙ্গ করেন। অনন্তকাল ধরে এই লোক উৎসব বাংলার প্রতিটি কোনায় পালিত হয়ে আসছে, এবং চৈত্র সংক্রান্তির আগের দিন এই নীল উৎসব অনুষ্ঠিত হয় এবং বাংলা বছরের শেষ ব্রত হিসেবে পালিত হয়।