শিবরাত্রি তিথিতে আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে কেমন থাকে ভক্তদের ঢল?
How is the flow of devotees in Asansol's Chandrachud temple on Shivratri?

The Truth Of Bengal: রাজ্যের অন্যতম পুরনো এবং বড় শিব মন্দির আসানসোলের চন্দ্রচূড় মন্দির। সারা বছরই এই মন্দিরে শিব ভক্তদের আনাগোনা লেগে থাকে। বিশেষ করে শিব পুজোর বিশেষ দিন গুলিতে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। শিবরাত্রি তিথিতে চন্দ্রচূড় মন্দিরে প্রচুর সংখ্যক ভক্তদের সমাগম হয়। শিবভক্ত গৃহিণীদের কাছে নীল ষষ্ঠী অন্যতম একটি পুণ্য তিথি।সাড়ে ৩৫০বছরের এই মন্দিরের আলাদা মাহাত্ন্য আছে। লোকমুখে ঘুরে বেড়ায়, কোনও একজন কৃষক মাঠে লাঙল চালাতে গিয়ে এই শিবলিঙ্গ উদ্ধার করেন। তারপর সেটিকে প্রতিষ্ঠা করা হয়। তৈরি করা হয় মন্দির। মন্দির তৈরির পর থেকে প্রতিদিন বেড়েছে ভক্ত সমাগম। মন্দির পরিচালনার জন্য রয়েছে বিশেষ কমিটি রয়েছে। কীর্তন আর ভাগবত পাঠের পর মহাদেবকে দেওয়া ভোগ বিতরণ করা হয় এই মন্দির থেকে।
আসানসোল শিল্পাঞ্চলের প্রাচীন শিব মন্দিরের মধ্যে চন্দ্রচুড় শিব মন্দির বেশ প্রসিদ্ধ মন্দির বলে খ্যাত। আসানসোল শহর থেকে১১কিলোমিটার দূরে ১৯ নম্বার জাতীয় সড়কের পাশে এই মন্দির স্থাপিত রয়েছে। এই শিব মন্দিরটি বাবা চন্দ্রচূড় বলে ডাকে। মন্দির কমিটির দাবি, চন্দ্রচূড় মন্দিরটি প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো। এই মন্দিরে পার্শ্ববর্তী গ্রাম গুলো ছাড়াও ঝাড়খন্ড, বিহার থেকেও প্রচুর মানুষ পুজো করতে আসেন বলে জানা যায়।
আসানসোল শিল্পাঞ্চলের প্রাচীন শিব মন্দিরের মধ্যে চন্দ্রচুড় শিব মন্দির বেশ প্রসিদ্ধ মন্দির ।কেউ সন্তানের ভালো ফলের আশায় কেউ পরিবারের মঙ্গল কামনায় বাবা শিবের কাছে প্রার্থনা করেন।আশা,শিবরাত্রির আগে বা পরে এখানে পুজো দিলে সঙ্কট মোচন হবে,শান্তি মিলবে।
FREE ACCESS