রাজ্যের খবর
বাড়ির সামনের রাস্তায় ঝাঁট দেওয়া নিয়ে মারধোর, হাসপাতালে ভর্তী আহত গৃহবধু
Housewife hospitalized after being beaten up for sweeping the road in front of her house

Truth Of Bengal: বাড়ির সামনের রাস্তায় ঝাঁট দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র মুর্শিদাবাদ। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকায়। বাড়ির সামনে ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে দুই মহিলার মধ্যে শুরু হয় বচসা। বচসার পর চলে মারধর।
গুরুতর জখম হয়ে বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসারত রয়েছেন আহত রুমকি মন্ডল নামের ওই গৃহবধূ। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার খবর পেয়ে শক্তিপুর থানার পুলিশে এলাকা তদন্ত শুরু করেছে। অভিযোগ উঠছে প্রতিবেশী রঙ্গলাল চীন পেশায় একজন আইনজীবী। প্রশ্ন উঠছে একজন আইনজীবি হয়ে সে কিভাবে একজন মহিলার গায়ে হাত দেয় প্রকাশ্য রাস্তায়। এই ঘটনায় রুমকি মন্ডলের মেয়েকে মারধোর করেছে ওই আই বর্তমানে রুমকি মন্ডলের পরিবারের লোকজন এর বিচার চাইছেন।