রাজ্যের খবর

বিভৎস ঘটনা! মানুষের কাটা মুণ্ডু মুখে নিয়ে ঘুরছে কুকুর

Horrific incident! Dog walks around with severed human head in mouth

Truth Of Bengal: হুগলি, তরুণ মুখোপাধ্যায়: হুগলির চন্ডীতলায় গা শিউরে ওঠা ঘটনা! বুধবার সকাল ৯টা নাগাদ বেগমপুরের একটি বাগানে স্থানীয়রা দেখেন মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরছে একটি কুকুর। স্বাভাবিক ভাবে এই দৃশ্য দেখার পর আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। স্থানীয়রা কোনভাবে কুকুরটির থেকে ওই কাটামুন্ডুটি উদ্ধার করেন।

স্থানীয়রা এই ঘটনার কথা জানান কামারকুন্ডু জিআরপি ও চন্ডীতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুই থানার পুলিশ। যেখান থেকে কাটা মুন্ডুটি পাওয়া গিয়েছে সেখান থেকে মাত্র ৩০০ ফুট দূরে হাওড়া-বর্ধমান কর্ড শাখার রেললাইন রয়েছে। সন্দেহ হওয়ায় সেখানে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় একটি মৃতদেহ।

পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, ওই অজ্ঞাতপরিচয়ের ওই যুবক দূরপাল্লার ট্রেনে সফর করছিলেন। সেই চলন্ত ট্রেনের জানালা দিয়ে মুখ বের করে রেখেছিলেন। একটা সময় ট্রেন লাইনের পাশে থাকা একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা লেগে মুখ-মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে পোস্টারের গায়ে রক্তের দাগও পাওয়া গিয়েছে। এখনও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

Related Articles