স্টাফ কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড! অল্পের জন্য রক্ষা পেল হাসপাতাল
Horrific fire breaks out in staff quarters! Hospital narrowly escapes fire

Truth of Bengal: গ্রামীণ হাসপাতালের পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা স্টাফ কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অল্পের জন্য বড়সড়ো ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা হাসপাতালটির। নদিয়ার হবিবপুরের গ্রামীণ হাসপাতালের ঘটনা।
জানা গিয়েছে, গতকাল মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। যদিও হাসপাতালে চিকিৎসা পরিষেবার স্থান থেকে একটু দূরত্বে রয়েছে এই স্টাফ কোয়াটার। ঘটনাটি ঘটেছে নদিয়ার হবিবপুরের গ্রামীণ হাসপাতালে। দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকের ফলে জমে থাকা আবর্জনা এবং শুকনো পাতা থেকে আগুন ছড়িয়ে পরার প্রবল সম্ভাবনা ছিল।
তবে অল্পের জন্য বড়সড়ো ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা হাসপাতালটি। কিন্তু আগুন কী কারণে লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুনের তীব্রতা ভয়ানক আকার নিতেই দমকলের আধিকারিকরা চলে আসেন ঘটনাস্থলে। এরপর দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান তারা।