রাজ্যের খবর

হিন্দু এই বাড়িতে হয় দেবদেবীর পুজো, আবার বাড়িতে রয়েছে পীরোর মাজার!   

Hindus worship gods and goddesses in this house, and there is a shrine for a Pir in my house!

Truth Of Bengal: চুঁচুড়া শহরের জগুদাস পাড়া এলাকার বাসিন্দা দেবাশীষ ঘোষ। তার বাড়িতে রয়েছে পীর বাবার মাজার। দেবাশীষ বাবু জানান, তার দাদুর দাদু সাড়ে পাঁচ কাটা সম্পত্তি কিনেছিলেন। এই সম্পত্তি ছিল মুসলিম একজনের। স্বপ্নে তাকে পীর বাবা বলেছিলেন, মাজার তৈরি করতে। সেই মাজার তৈরি হয়। তারপর কয়েক পুরুষ ধরে মাজারের রক্ষণাবেক্ষণ দেখাশোনা দুবেলা ধূপ, সন্দেশ দেওয়া করে আসছেন তারা।

তিনি বলেন ,মাঝেমধ্যেই রাতে স্বপ্নে পীর বাবার দেখা মেলে। ঘোড়া ছুটিয়ে আসেন সাদা ধুতি-পাঞ্জাবি পরে মাজারে এসে বসেন। অটোটা রাস্তায় থাকে হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় সেই চেন্তায় তখন আর কিছু দেখতে পাইনা। আবার কখনো বাইরে বেরোলে মনে হয় পীর বাবা মাজারে বসে আছেন। তখন ভয় লাগে না ভক্তি হয়।

তিনি আরও বলেন, “যারা বিশ্বাস করে তারা অনেকেই আসেন এই মাজারে। আমি একজন হিন্দু হয়েও বাড়িতে মাজারে প্রার্থনা করি। এটা আমাদের বংশপরম্পরায় চলছে। যেদিন আমি থাকি না আমার স্ত্রী করে নাহলে আমার ছেলে করে।আমি মনে করি ধর্ম হল একটা বিশ্বাস। সেটাকে আমি মেনে চলব কিন্তু মানুষ সব এক। আমার বাড়িতে হিন্দু দেব-দেবীর সব পুজোই হয় আবার মাজারেও প্রার্থনা হয়।”

দোবাশীষ বাবুর স্ত্রী শম্পা ঘোষ বলেন, “আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি মাজার রয়েছে।বাড়িতে অন্যান্য দেব-দেবীর যেমন পূজো করি তেমনি মাজারেও পূজা করি। ধূপ ধুনো বাতাসা গোলাপ জল আতর চাদর দিয়ে।”

প্রতিবেশী মানব পাল বলেন, “আমরা ছোটবেলায় ঠাকুমার মুখে শুনেছি পীর বাবা নাকি ঘোড়া ছুটিয়ে আসতেন এই পথ দিয়ে যেতেন। ঘুঙ্গুরের শব্দ পাওয়া যেত।আমরাও ওই বাড়িতে গেছি খেলতে। মাজারে পা ঠেকে গেলে প্রণাম করেছি প্রার্থনা করেছি। আমাদের হিন্দুদের দেবদেবীদের যেমন পূজো করি পীর বাবার মাজারেও প্রার্থনা করি এতে কোন সমস্যা নেই।”

Related Articles