আলিপুরদুয়ারে গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন, বিধানসভা ভোটের আগে অশনি সঙ্কেত
Heavy rains in Alipurduar saffron camp, warning issued ahead of assembly polls

Truth Of Bengal: ফের গেরুয়া শিবিরে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ৪০ টি পরিবারের সদস্যরা। সোমবার সন্ধ্যায় ফালাকাটা কমিউনিটি হলে তৃনমূল কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হয়।
আলিপুরদুয়ারের ফালাকাটাতে বিজেপি মন্ডল নেতৃত্ব সহ ৪০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এদিন নাবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ফালাকাটা টাউন ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরিসহ ব্লক নেতৃত্ব।
শুভব্রত জানান, “৪০টি পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আগামীতে বহু মানুষ তৃণমূলে যোগ দেবেন।”
বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করে নবাগতরা জানান, “আমরা ভেবেছিলাম আমাদের বিজেপির বিধায়ক দীপক বর্মন তিনি কাজ করবেন কিন্তু, তিনি জয়লাভ করে বিধানসভায় গিয়ে আমাদের ভুলেই গিয়েছেন। ফালাকাটার কোন উন্নয়নী তিনি করেন না এবং আমাদের সাথে কোন যোগাযোগও রাখেন না । তিনি শুধু কলকাতায় গিয়ে ছবি তুলে মিডিয়ায় তাকে দেখা যায় আর কোন কাজে নাই সেই কারণেই আমরা তৃণমূলে যোগদান করে তৃণমূলের উন্নয়নে সামিল হলাম।”