রাজ্যের খবরশিক্ষা

ট্রাফিক সিগন্যাল থেকে খবর শোনা এবার হাতের লাঠিতেই, দৃষ্টিহীনদের জন্য অভিনব লাঠির আবিষ্কার বাঙালি যুবকের

Hearing the news from the traffic signal now with a hand stick, a Bengali youth invented a novel stick for the blind.

The Truth Of Bengal,হুগলি,রাকেশ চক্রবর্তী: দৃষ্টিহীনদের পথ চলার অবলম্বন লাঠি বা ব্লাইন্ড স্টিক। এবার সেই অন্ধের লাঠি যদি হয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন তবে দৃষ্টিহীন রাও দৃষ্টি না থেকেও সমস্ত কিছু অনুভব করতে পারবেন। যেমন ভাবনা তেমন কাজ! চন্দননগরের কয়েকজন ইঞ্জিনিয়াররা মিলে তৈরি করে ফেলেছেন এমনই ফিউচারিস্টিক ব্লাইন্ড স্টিক। যা কাজ করে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা অবলম্বন করে। ইঞ্জিনিয়াররা নিজেরা তো জ্ঞান অর্জন করেছেন এবার সমাজের জন্য কিছু করার ভাবনা থেকে আবিষ্কার করছেন একের পর এক জিনিস। এর আগে তারা তৈরী করেছেন র‍্যাগিং বিরোধী কিট। এবার করলেন এ আই ভিশন ব্লাইন্ড স্টিক।

যে স্টিক বা লাঠির বহুমুখি কাজ। আবিষ্কারকদের দাবী,এই লাঠি দৃষ্টিহীন মানুষকে একা পথ চলতে সাহায্য করবে, ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে সামনে কোনো বিপদ আছে কিনা তা জানিয়ে দেবে, টাকা চেনাবে, ক্যাব বুক করতে সাহায্য করবে, একাকিত্ব দূর করতে কথা বলা গল্প করা গান, খবর শোনা যাবে এই লাঠির সাহায্যে। দৃষ্টিহীন মানুষের একা পথ চলতে লাঠি লাগে। সেই লাঠি যদি এই আই হয় তাহলে দৃষ্টিহীন মানুষ যেন না দেখেও সব দেখতে পান। সেই ধারনা থেকেই চন্দননগরের এই সংস্থা এ আই ভিশন ব্লাইন্ড স্টিক তৈরী করেছে।

প্রায় তিন মাস সময় লেগেছে এই লাঠি তৈরী করতে। পিভিসি পাইপের লাঠিতে ব্যাটারী, ক্যামেরা, সার্কিট, ব্লুটুথ স্পিকার আছে। ইয়ার পট বা যেকোনো ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে চ্যাট বক্সে কমান্ড দিলেই উত্তর দেবে এআই ভেডিড। ভয়েস কমান্ড দিয়ে জেনে নেওয়া যাবে সব কিছু।

এই বিষয়ে তরুন ইঞ্জিনিয়ার অয়ন বাগ জানান,তারা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে এই ব্লাইন্ডস্টিক তৈরি করেননি। দৃষ্টিহীন স্কুলে তারা স্টিক দেবেন।তাদের তৈরি স্টিক দেখে কেউ যদি বানাতে চান তারা সাহায্যও করবেন। তাদের সংস্থা বাণিজ্যিকভাবে সফটওয়্যার হার্ডওয়ার নিয়ে কাজ করলেও সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের এই আবিষ্কার। আজ চন্দননগর সুভাষ পল্লীতে এই ব্লাইন্ড স্টিকের প্রদর্শন করানো হয়।

Related Articles